কলকাতা: রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি শনিবার দুপুরে হাওড়ার (Howrah) ডোমজুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, তিনি সরকারি একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।
দুর্ঘটনার জেরে মন্ত্রীর দেহরক্ষী ও চালক আহত হন। তবে মন্ত্রী অক্ষত রয়েছেন বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ডোমজুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন: ভাঙড়ে বাংলায় কথা বলায় শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
পুলিশ সূত্রে খবর, এদিন মন্ত্রী একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ডোমজুরের কাছে পৌঁছনোর সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। ঘটনায় মন্ত্রীর দেহরক্ষী এবং চালক আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে ডোমজুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মন্ত্রী নিজে সুস্থ থাকায় তাঁর অনুগামী এবং দলের কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
দেখুন আরও খবর: